Monday, 4 June 2018

Niaj Ahmed নিয়াজ আহমদ

মানুষের সম্মান
             - নিয়াজ আহমদ

মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আমিও কি দাঁড়াই
হাত বাড়িয়ে হাজার লক্ষ, আমিও কি হাত বাড়াই
কান্নার পাশে সান্ত্বনা আছে আমিও কি সমব্যথী
দুঃখী জনের একমুঠোতে আমিও কি ছড়াই জ্যোতি?


এই আমিতে অনেক ফারাক একলা বাঁচার চেষ্টা
যা হচ্ছে তাতে আমার কি? মেটাই নিজের তেষ্টা।
কিভাবে কতটুকু আমি চলেছি স্বার্থহীনতার পথ

মানবিকতার কতটুকু পাঠ আমাকে করেছে সৎ,
উপদেশ আর বক্তৃতায় আমিও তো কম যাই না
পাশে দাঁড়ানো হাত বাড়ানো মনুষ্যগুণ দেখাই না।


তবুও আমি মানুষ বটে, গাইছি মানুষের জয়গান
একদিন ঠিক আমিও শিখে নেব মানুষের সম্মান।

No comments:

Post a Comment