Monday, 31 August 2020

প্রাক্তন #রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই

প্রাক্তন #রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই

#প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল৷ আজ অর্থাত্‍ সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
উনার পরিবারের প্র

তি গভীর সমবেদনা জানাই। 

Friday, 14 August 2020

HAPPY INDEPENDENCE DAY

HAPPY INDEPENDENCE DAY

HAPPY INDEPENDENCE DAY

HAPPY INDEPENDENCE DAY

কে বলেছে ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোন অবদান নেই !এই বিষয় কে সামনে রেখে আজকে আমার এই পোস্ট …সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম আমি শেয়ার করলাম ।বিস্তারিত একবার হলেও পড়ুন

কে বলেছে ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোন অবদান নেই !

ভারতের ইতহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোন অবদান নেই । তা যে কোন শ্রেণীর পাঠ্যপুস্তক পড়লে বোঝা যায় । এই শিক্ষায় শিক্ষিত হয়ে বহু লোকই প্রশ্ন তোলে মুসলমানদের এই দেশে থাকা উচিৎ নয়, কারন তারা স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহন করেনি ।

এই বিষয় কে সামনে রেখে আজকে আমার এই পোস্ট …

সত্য ইতিহাস বলছে মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে । জেল খাটা ১ কোটি মুসলমানের আত্ম বলি দান ও ফাঁসি হওয়া ৫ লক্ষ মুসলমানের প্রানের বিনিময়ে আজ ভারত স্বাধীন 

সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম আমি শেয়ার করলাম ।

• মাওলানা কাসেম নানুতবী সাহেব, উত্তর প্রদেশর দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী এক শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন । সেই দেওবন্দ মাদ্রাসায় আজও কোরান হাদিসের তালিম দেওয়া হয় ।

• ভারতের ইতিহাসের পাতা ওল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হল – গান্ধীজি, নেতাজী সুভায, অরবিন্দ, জোহরলাল, মোতিলাল..।
এদের সমতুল্য নেতা আতাউল্লা বুখারী, মাওলানা হুসেন আহমাদ মাদানী , মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দী , মাওলানা গোলাম হোসেন প্রমুখ..( এনারা বহু বার দীর্ঘ মেয়াদী জেল খেটেছেন)

ইংরেজ বিরোধী কর্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকতো ।সেই তাবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না ।

• তৎকালিন সময়ে সারা হিন্দুস্থানের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন । যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নব প্রান পেতেন, সেই হাকিম আজমল খাঁ কে লেখক বোধ হয় ভূলে গিয়েছেন ।

মহাত্মা গান্ধী, জহরলাল যার সাহায্য ছাড়া চলতেনই না । যিনি না থাকলে গান্ধী উপাধি টুকু পেতেন না । সেই মাওলানা আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হল ।

• মাওলানা মহম্মদ আলি ও শওকত আলি । ৫ বার দীর্ঘ মেয়াদী জেল খেটেছেন । ‘ কম রেড ‘ ও ‘ হামদর্দ ‘ নামক দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন । তাদের নাম ইতিহাসের ছেড়া পাতায় জায়গা পায় না ।

খাজা আব্দুল মজীদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন ।
জওহরলালের সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন । প্রচন্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী উভয়ের জেল হয় । ১৯৬২ সালে তার মৃত্যু হয় । ইতিহাসের পাতায়ও তাঁদের নামের মৃত্যু ঘটেছে ।

ডবল A.M এবং P.H.D ডিগ্রিধারী প্রভাবশালী জেল খাটা সংগ্রামী সাইফুদ্দিন কিচলু ।
বিপ্লবী মীর কাশেম, টিপু সুলতান , মজনু শা , ইউসুফ… এরা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলাও ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হলো কিভাবে..?

সর্ব ভারতীয় নেতা আহমাদুল্লাহ । তৎকালীন সময়ে ৫০ হাজার রুপি যার মাথার ধার্য করেছিল ব্রিটিশ রা । জমিদার জগন্নাথ বাবু প্রতারনা করে, বিষ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে । আর পূর্ব ঘোষিত ৫০ হাজার রুপি পুরষ্কার জিতে নিলেন ।

মাওলানা রশিদ আহমদ গান্গুহী । যাকে নির্মম ভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিলো ইংরেজরা । ইতিহাস লেখক কেন তার নাম মুছে দিলেন ইতিহাস থেকে ।

জেল খাটা নেতা ইউসুফ, নাসিম খাঁন, গাজি বাবা ইয়াসিন ওমর খান তাদের নাম আজ ইতিহাসে নেই কেনো…?

• ভারত স্বাধীনতা লাভ করার পরে, কুদরাতুল্লা খানে মৃত্যু হল কারাগারে । ইতিহাসের পাতায় তার মৃত্যু ঘটলো কিভাবে…?

• নেতাজী সুভাষ বসুর ডান হাত আর বাম হাত যারা ছিলেন..।ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না । তারা হলেন আবিদ হাসান শাহনাওয়াজ খান , আজিজ আহমাদ, ডি এম খান , আব্দুল করিম গনি , লেফট্যানেন্ট কর্নেল , জেট কিলানি , কর্নেল জ্বিলানী প্রমুখ ..। এদের অবদান লেখক কি করে ভুলে গেলেন…?

• বিদ্রোহী গোলাম রব্বানী, সর্দ্দার ও হয়দার, মাওলানা আক্রম খাঁ , সৈয়দ গিয়াসুদ্দিন আনসার । এদের রক্ত আার নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি …?

• বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরষ্কার ঘোষনা করে ইংরেজ সরকার ।

মাওলানা হজরত মুহানী এমন এক নেতা, তিনি তোলেন সর্ব প্রথম ব্রিটিশ বিহীন চাই স্বাধীনতা ।

• জেলে মরে পচে গেলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধী, তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয়…!?

• হাফেজ নিশার আলি যিনি তিতুমীর নামে খ্যাত ব্রিটিশরা তার বাঁশের কেল্লা সহ তাকে ধংব্বস করে দেয়…। তার সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয়…।

কিংসফোর্ড কে হত্যা করতে ব্যার্থ ক্ষুদিরামের নাম আমরা সবাই জানি , কিংসফোর্ড হত্যাকরী সফল শের আলী বিপ্লবীকে আমরা কেউ জানিনা ।

• কলকাতার হিংস্র বিচার পতি জর্জ নরম্যান হত্যাকরী আব্দুল্লার নামও শের আলীর মতো বিলীন হয়ে আছে..।

• বিখ্যাত নেতা আসফাকুল্লা । ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুস সুকুর ও আব্দুল্লা মীর এদের অবদান কি ঐতিহাসিক ভূলে গেছেন ।

এই পরিক্লপিত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই…

Monday, 27 July 2020

প্রথম জীবন ও শিক্ষা সম্পাদনাআবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম

প্রথম জীবন ও শিক্ষাসম্পাদনা

আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর, বৃহস্পতিবার, ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (অধুনা ভারতের তামিলনাড়ু রাজ্যের) রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জয়নুল-আবেদিন ছিলেন একজন নৌকামালিক এবং মাতা অশিয়াম্মা ছিলেন গৃহবধূ।[৪][৫][৬][৭]তার পিতা রামেশ্বরম ও অধুনা-বিলুপ্ত ধনুষ্কোডির মধ্যে হিন্দুতীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন।[৮][৯] কালামের পরিবার ছিল অত্যন্ত গরিব। অল্প বয়স থেকেই পরিবারের ভরণপোষণের জন্য তাকে কাজ করা শুরু করতে হয়।[১০]বিদ্যালয়শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালিখি শুরু করতে হয়।[১০][১১]বিদ্যালয়ে তিনি ছিলেন সাধারণ মানের ছাত্র। কিন্তু তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত ও কঠোর পরিশ্রমী ছাত্র। তার শিক্ষাগ্রহণের তীব্র বাসনা ছিল। ঘণ্টার পর ঘণ্টা তিনি পড়াশোনা করতেন ও অঙ্ক কষতেন।[১১] রামনাথপুরম স্কোয়ার্টজ ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পূর্ণ করার পর কালাম তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ'স কলেজে ভর্তি হন। ১৯৫৪ সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন।[১২] পাঠক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়েছিলেন। পরবর্তীকালে চার বছর ওই বিষয় অধ্যয়ন করে নষ্ট করার জন্য তিনি আক্ষেপ করতেন। ১৯৫৫ সালে তিনি মাদ্রাজে (অধুনা চেন্নাই) চলে আসেন। এখানকার মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি বিমানপ্রযুক্তি শিক্ষা করেন।[৭] একটি সিনিয়র ক্লাস প্রোজেক্টে কাজ করার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ডিন তার কাজে অগ্রগতি না দেখে অসন্তুষ্ট হন। তিনি ভয় দেখান তিন দিনের মধ্যে কাজ শেষ করতে না পারলে তার বৃত্তি প্রত্যাহার করে নেওয়া হবে। কালাম তিন দিনেই কাজ শেষ করেন। তা দেখে ডিন খুশি হন। পরে তিনি কালামকে লিখেছিলেন, "আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। তোমাকে এমন সময়ের মধ্যে কাজ শেষ করতে বলেছিলাম যা করা খুব শক্ত।"[১৩] তিনি অল্পের জন্য যোদ্ধা পাইলট হওয়ার সুযোগ হারান। উক্ত পরীক্ষায় ভারতীয় বিমানবাহিনীর আট জন কর্মীর দরকার ছিল। তিনি পরীক্ষায় নবম হয়েছিলেন।[১৪]

I salute the former #president_of_India, The great thinker, Indian aerospace scientist,Missile man of India and "Bharat Ratna" Dr. APJ Abdul Kalam

I salute the former #president_of_India, The great thinker, Indian aerospace scientist,Missile man of India and "Bharat Ratna" Dr. APJ Abdul Kalam ji on the 5th death anniversary of India's missile program. India is proud to such a perfect man and unique talent. 
#apjabdulkalam https://t.co/qcN3cYE2hs

Friday, 22 May 2020

www.niaj.com

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; 
 কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।

আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই। Niaj Ahmed

আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে 
 আমার অস্তিত্বের কোন মূল্য নেই।

“পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও” Niaj Ahmed

“পানির গভীরতা নাকের কাছে উঠে 
 আসার আগেই সাঁতার শিখে নাও”

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। Niaj Ahmed

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু 
 আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও” Niaj Ahmed kathaltali

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না 
 নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”

Niaj Ahmed kathaltali karimganj

“ততক্ষন অবধি অর্থ উপার্জন করতে থাকুন 
 যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স 
 আপনার ফোন নম্বরের মত দেখতে না লাগে”

Niaj Ahmed kathaltali bangla motivation

Niaj Ahmed kathaltali

“কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো, 
 “কে বলছে” সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও 
 কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে 
 মূল্যবান পরামর্শ দিতে পারে।

“যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনই জেতার আশা রাখবেন না”

“চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে”

 চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে”
 মূল্যবান পরামর্শ দিতে পারে।  

“যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে হোক, তাহলে সেটি নিজে করুন”

“যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে 
 হোক, তাহলে সেটি নিজে করুন”

Saturday, 16 May 2020

Bangla motivation

“পানির গভীরতা নাকের কাছে উঠে 
 আসার আগেই সাঁতার শিখে নাও”

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না 
 নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”

Tuesday, 12 May 2020

Writer By Niaj Ahmed Kathaltali karimganj




Writer by Niaj Ahmed Kathaltali Facebook status, WhatsApp status 

  • মানুষ শুধু আগুনের জন্যই জ্বলেনা, কিছু মানুষ তো অন্যের ভালো কিছু হলেও জ্বলে
  • প্রত্যেক ভুলের পর অনেকেই তো ক্ষমা চায় কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা নিজের ভুলকে শোধরানোর চেষ্টা করে
  • কথা বলা শিখতে একটা মানুষের প্রায় দুই বছর লাগে, কিন্তু কার সামনে কীভাবে কথা বলতে হয় তা শিখতে অনেকের সারাজীবনও কম পরে যায়www.niajahmed.com
  • জীবনে তাকেই বিশ্বাস করো যে কোনো প্রতিদান চায় না
  • প্রতিটা জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন, তাহলেই আপনি এর থেকে পূর্ণ শিক্ষা নিতে পারবেন
  • নারীর মন আয়নার মতো | তার সামনে যে আসে তারই প্রতিফলন ঘটে, সেই আয়নাতে সে ভুলে যায় তার অবস্থান
  • যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে, তখনই তুমি সত্যিকারের একজন মানুষ হবে
  • খাদ্যের অভাবে কেউ মরেনা, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটতে পারে
  • মানুষ আগে চোখ দেখাতো, রাগ দেখাতো কিন্তু এখনকার মানুষ শুধু Attitude দেখায়
  • জীবন অঙ্কের মতো | আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুন করো, আর দুঃখকে ভাগ করো আর শেষে সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো 
  • তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ন করো না।
    কারণ সে তোমাকে প্রথম পছন্দ করেছে।

'Attitude' Facebook Status Bangla

    • বন্ধু যার নিজের ঘর কাঁচের,তার অন্যের ঘরে পাথর ছোঁড়া উচিৎ নয়।
    • আমি দুষ্টুমি সহ্য করব, কিন্তু শয়তানি না।
    • আমার জিবনের মূল মন্ত্র, আপনি কি ভাবলেন তাতে আমার বাল ছেঁড়া গেছে
    • মনে রাখবেন অন্যের দিকে আঙ্গুল তুললে, নিজের দিকে তিনটি আঙ্গুল ঘুরে থাকে।
    • আমার চিন্তা বন্ধ করুন, মানসিক ভাবে সুস্থ থাকুন।
    • আমি কোন দিন হারি না, জিতি নয়তো শিখি
    • নিরবতাই একটি মোক্ষম উত্তর To a বোকা…।
    • নিজেকে এত দামি বানাস না, আমরা গরিব দামি জিনিস ছেড়ে দিই
    • আমাকে ভাই বলার আধিকার শুধু আমার বন্ধুদের আছে, নয়তো শত্রুরা আজও আমাকে বাবা বলে ডাকে 
    • তুই ঠিক ই বলেছিলি “Yes i deserve better”
    •  আজকে বাবু বলে ডাকা মেয়েটাও, কাল তোমাকে বোকাচোদা বলে চলে যাবে 
    • হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না তেমন আমাকে handle করার মতো তোর এখনো age হয়নি
    • বাহানা বানিয়ে লাভ নেই থাকার হলে থাকিস নাহলে ফুট নিজের রাস্তা দেখিস
    • আমি Lazy নই আমি just Energy Saving Mode এ আছি
    • এটা আমার Attitude নয় এটা আমার style man
    • একা থাকতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে 
    • অবশেষে আমি কিছু উপলব্ধি করেছি যে: অন্যেরা আমার সম্পর্কে যা বলে তাতে আমার কিছুই আসে যায় না
    • আমি জানি আমি দুর্দান্ত, তাই আমি আপনার মতামত সম্পর্কে কোন চিন্তা করি না
    • আমি বহু প্রতিভাধর, আমি একই সাথে কথা বলতে এবং কাজ করতে পারি
    • আমার Attitude আপনি আমার সাথে যে আচরণ করেন, তার উপর ভিত্তি করে
    • আমার নিজের সম্পর্কে ব্যাখ্যা করার দরকার নেই কারণ আমি জানি আমি ঠিক আছি
    • আপনি যদি ভাবেন আমি খারাপ, তবে আপনি ভুল । আমি খুব খারাপ। 
    • আমার কোন Attitude নেই । আমার এমন একটি ব্যক্তিত্ব আছে যা আপনি পরিচালনা করতে পারবেন না
    • আমার Attitude এ কোন সমস্যা নেই, আপনার হয়ত আমার Attitude নিয়ে সমস্যা থাকতে পারে
    • আমি কখনো আমাকে নিয়ে চিন্তা করি না, কারন আমি জানি আমি কোন দিকে যাচ্ছি

      Life Facebook Status Bangla

        • আমার দুর্বলতাকে না খুঁজে বরং সবার আগে তুমি নিজের দুর্বলতাকে খুঁজে ঠিক করো কারণ অন্যের দুর্বলতাকে সবাই খুঁজতে পারে কিন্তু নিজের দুর্বলতাকে অনেকই খুঁজে ঠিক করতে পারেনা
        • প্রত্যেকটা ভুলের পর অনেকেই তো ক্ষমা চায় কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা নিজের ভুলকে শোধরানোর চেষ্টা করে
        • বাঘা মানুষও বিড়াল হয়ে যায়, অচেনা গলির কুকুরের সামনে
        • চোখের কান্না সবাই দেখে কিন্তু মনের কান্না কেউ দেখেনা
        • সেইসব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে | সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের কয়েকজনই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে
        • আমার কাছে সময় নেই তাদের ঘৃনা করার, যারা আমাকে ঘৃনা করে | কারণ আমি ব্যস্ত তাদের সাথে, যারা আমাকে ভালোবাসে
        • প্রথমে যেটা উদ্দেশ্যের উপায় মাত্র থাকে, মানুষ ক্রমে সেই উপায়কে উদ্দেশ্য করে তোলে | যেমন টাকা নানা প্রকারের সুখ পাওয়ার উপায় মাত্র, তাই অনেকে সমস্ত সুখ বিসর্জন দিয়ে টাকা উপার্জন করতে চান
        • গাছের ডালে বসে থাকা পাখি কখনো ডালটা ভেঙ্গে যাবে বলে ভয় পায়না, কারণ তার বিশ্বাস সেই ডালের উপর নয় বরং নিজের উপর থাকে
        • মানুষ তোমার প্রশংসা করলে খুশি হয়োনা, এমনকি নিন্দা করলেও দুঃখ পেয়োনা | লোকের কথায় কিন্তু কয়লা কখনো সোনা হয়ে যায়না
        • তোমার স্বপ্নকে জীবিত রাখো, যদি তোমার স্বপ্নের প্রদীপ নিভে যায় তাহলে মনে করো তুমি জীবিত হয়েও আত্মহত্যা করে ফেলেছো
        • চোখ থাকলেই দেখা যায় না, চারপাশে আলো থাকতে হয় | তেমনই মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায়না, সেইজন্য ভালো মন থাকতে হয়
        • পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়
        • তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো বন্ধু নেই
        • একজন বিশ্বাসী বন্ধু, হাজারটা আত্মীয়ের সমান
        • অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোন না কোন সময় অসহায়ত্বের শিকার হবে
        • প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক
        • গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়
        •  ছেলেবেলাটা আজ যেন উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না ? দেখ এখন কেমন লাগে !
        •  ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।
        • পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো- তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে যেমন মনোভাব পোষণ করবে ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে
        • দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
        • কী বলা হচ্ছে”, সেটি হৃদয়ে ধারণ করো, “কে বলছে” সেটি বিবেচ্য নয়। পথের ভিখারীও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে
        • বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান, আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোঁয়াড়ে ধুঁকে ধুঁকে টিকে থাকা
        • পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়- ভালবাসা, দয়া, আন্তরিকতা
        • আমরা অনেকসময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কী অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার! 
        • জীবনকে ভালবাসুন। ভালবাসতে ভালবাসুন। ভালবাসায় কিছু উন্মাদনা থাকবেই। কিন্তু সব উন্মাদনায়ই কিছু আন্তরিকতা মিশে থাকে।
        • শিক্ষা লাভ করেও যে তার অপপ্রয়োগ করলো,সে যেন সুখের সামগ্রি জমা করে তা অগ্নিদাহ করলো
        • নিঃসঙ্গ জীবনের যে অংশ তোমার ভাগে আছে তা গ্রহণ করো।
        • অজ্ঞের সহিত তর্কযুদ্ধ বা বাকযুদ্ধ করার মানেই হলো পাথরের উপর হাত দ্বারা আঘাত করা।
          হাতই ক্ষত-বিক্ষত হবে, পাথরের কি হবে? কারণ তা তো নির্জীব।
        • কোন বোকা যখন কথা বলে তখন তুমি তার উত্তর দিওনা।
          তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকা উত্তম।
        • প্রতিশোধ গ্রহণে ইচ্ছুক সর্বদাই তার প্রতিপক্ষ থেকে বেশি দুঃখ-কষ্ট ভোগ করবে।
          কারণ সে শান্তি ও সৌম্যতা উভয়ই হারিয়েছে।
        • বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
        •  দেহ পরিতৃপ্ত হয় পরিপূর্ণভাবে খাদ্য গ্রহণের মাধ্যমে আর আত্মা পরিতৃপ্ত হয় অসহায় ক্ষুধার্তকে পরিপূর্ণভাবে খাওয়ানোর মাধ্যমে।
        • খারাপ লোকেরা তাদের অন্যায় কাজকে বারবার ক্ষমা করতে থাকে আর ভালো লোকেরা খারাপ কাজকেই পরিত্যাগ করে।
        • টাকা দিয়া দুনিয়াতে সবকিছু করতে পারবা, জীবন বাঁচাতে পারবা না

           

          Love Facebook Status Bangla

            • বালক আমি হাটিয়া বেড়াই
              অবুঝ বালিকার খোঁজে
              কিন্তু দেখি আমিই অবুঝ
              বালিকাই বেশি বোঝে
            • তোমার শহরে কোথাও আমি নেই, অথচ আমার পুরো শহরটাই তুমি | তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর
            • আজকাল ছেলে-মেয়েরা প্রেমে পরলে হিন্দিতে কথা বলে রোমান্টিকতাকে দেখায় আর ব্রেকআপ করলে খিস্তি দিয়ে তার চোদ্দগুষ্টি উদ্ধার করে দেয়
            • জীবন হলো আকাশের মতো | কখনো নীল, কখনো সাদা, কখনো কালো, আবার কখনোও রঙিন | রঙিন তখনই হয় যখন দিন শেষ হয়ে আসে
            • হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, ওমনি সঙ্গে সঙ্গে তার হয়ে যেওনা | আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা
            • আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া
              আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া
              আমার দুচোখ কিছু খোঁজেনা তোমায় ছাড়া
              আর আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া
            • আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে , শুধু বৃষ্টি পড়লে কেউ অন্তত টেক্সট করুন, খিছুড়ি খাবা ? 
            • ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল
            • ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়  
            • যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা
            • ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশী আনন্দ
            • ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না
            • ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা। মেয়েরা সত্যিকার ভালো বাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানেনা
            • কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে
            • কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া
            • পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে । ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়
            • ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়
            • ভালোবাসা-বাসির জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট
            • আমি শুধু তোমার থেকে মাত্র একদিন কম বাঁচতে চাই, যাতে কখনোই আমাকে তোমাকে ছাড়া বাঁচতে না হয়
            • যেকোনো জায়গায় যেখানে তুমি আমার সাথে থাকবে, সেটাই হবে আমার পছন্দের জায়গা
            • আমার কাছে তোমাকে ছাড়ার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু তারপরেও আমি তোমার সাথে থাকার একটা কারণ ঠিক খুঁজে নেবো
            • আমি চাইনা যে তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো এবং সুযোগ দিও তোমায় মন উজাড় করে ভালোবাসার
            • মন থেকে কাছে ডেকো, ফিরে আসবো অবশ্যই আবার
            • হৃদয়কেও একটু জায়গা দিন হুজুর, আপনি তো পুরো মনেই জায়গা করে নিয়েছেন
            • তোর উপর মরে তো অনেকেই কিন্তু আমি হচ্ছে সেই মানুষ যে তোর সাথে সত্যিই মরতে চাই
            • আমি সেইদিনটাকে কোনোদিনই ভুলতে পারবো না যেদিন আমি তোকে প্রথমবার দেখেছিলাম
            • সত্যিকারের ভালোবাসা তোমার কিছু বলার আগেই বুঝে যাবে, যে তুমি তাকে কি বলতে চাও
            • আমি জানি আজকের দিনটা সুন্দর হবে, কারণ দিনটা তোমায় দেখে শুরু করেছি
            • যতক্ষন ভালোবাসাতে পাগলামি না থাকবে, সেটা কখনোই ভালোবাসা হতে পারেনা
            • পৃথিবীর জন্য তুমি একজন সাধারন মানুষ, কিন্তু হয়তো কোনো একজনের কাছে তুমি সম্পূর্ণ পৃথিবী
            • যদি তুমি ইচ্ছা করে যাকে ভালোবাসো তাকে বিয়েই না করো, তাহলে একটা কথা আমি স্পষ্ট বলতে পারি, তুমি তাকে কখনোই মন থেকে ভালোবাসোনি
            • রোজ ভাবি তোমায় ভুলে যাই কিন্তু রোজই এই কথাটাই ভুলে যাই
            • ভালোবাসা শুধু একটা শব্দমাত্র, যতক্ষণ না সেটাকে কোনো বিশেষ মানুষ এসে অর্থ না দেয়
            • আমাকে শুধু তুমি মাত্র এক মুহূর্তের জন্য ভালোবাসো, আমি তোমাকে তারপর সারাজীবনের জন্য ভালোবাসবো
            • কারোর প্রথম ভালোবাসা হওয়া ভালো কিন্তু শেষ ভালোবাসা হওয়া আরো ভালো
            • তুমি ততক্ষন আমায় এটা বলোনা যে আমি তোমায় ভালোবাসি যতক্ষণ না তুমি সত্যি সত্যি আমায় মন থেকে ভালোবাসছো
            • ভালোবাসা প্রদর্শিত হতে পারে কিন্তু সেটা সংজ্ঞায়িত কখনোই হয়না
            • যদি প্রেমে পরো তাহলে দুঃখের জন্যেও তৈরী থেকো 
            • সেই ১১ টাকার SMS প্যাক এর প্রেমগুলোই ভালো ছিলো
            • ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো, মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।

              Funny Facebook Status Bangla 

                • হে ফেসবুক
                  তুমি আমায় বানিয়েছ মিথ্যুক
                  পেঁচার ছবিতেও লিখি
                  ওয়াও কী সুন্দর মুখ
                • সেন্টেরফ্রুট, চুইংগাম, মেন্ট্রোফ্রেস্ এই জাতীয় খাবার খাবার সময় পেটও ভাবতে থাকে সলা খাচ্ছে টা কি? নিচে নামার নাম নেই!  
                • আশ্চর্য এক সার্কেল- আরশোলা ভয় পায় ইঁদুরকে, ইঁদুর ভয় পায় বিড়ালকে, বিড়াল ভয় পায় মানুষকে, মানুষ ভয় পায় নারীকে আর সেই নারীই আবার ভয় পায় আরশোলাকে
                • যারা বলে ‘টাকা দিয়ে সুখ কেনা যায় না’ তারা আসলে জানে না কোথায় শপিং করতে হয়
                • কেউ তার বউয়ের জন্য গাড়ির দরজা খুলে দিলে, বুঝতে হবে হয় গাড়িটি নতুন, নয়তো বউটি  (প্রিন্স ফিলিপ)
                • তখনই সুখী হবেন, যখন আপনার থাকবে একটি যত্নশীল, আদুরে, দৃঢ় বন্ধনসম্পন্ন যৌথ পরিবার; যারা আপনার থেকে দূরে বাস করে
                • পত্রিকায় নিজের ছবি দেখতে ইচ্ছা হলে আমি আমার চুলের স্টাইল বদলে ফেলি।
                  – হিলারি ক্লিনটন
                • ডাক্তার জানালেন যে আমি আর মাত্র ছ’মাস বাঁচবো। কিন্তু যখন তার বিল দিতে পারলাম না, তখন তিনি আমাকে আরও ছ’মাস বাড়িয়ে দিলেন
                • আমার মানিব্যাগটি পেঁয়াজের মতো – খুলতে খুলতে চোখে পানি চলে আসে
                •  নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!
                • প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার, যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়
                • চাঁদ খুব অদ্ভুত একটি জিনিস, শৈশবে যখন তার দিকে তাকিয়ে থাকতাম মনে হতো মামু, আর এখন যখন তাকাই মনে হয় ওটা আমার জানু,
                • Gf এর সাথে তর্ক করা মানে grandmother কে smartphone ব্যাবহার করা শেখানো
                • আমার একটি gf/bf এর প্রয়োজন, কারণ আমি কখনও পেত্নী/গরু দেখিনি
                • দুজন মহিলা একে অপরের সাথে কতপকথন, এখন যা যুগ এসেছে মঙ্গল সুত্র পরলে ইয়াংগ ছেলেরা তাকায়, আর সোনার গহনা পরলে চোরের ভয়
                • কিছু কিছু লোকের সেলফি দেখে মনে হয়, ওই সমস্ত মানুষের ফোনে ফ্রন্ট ক্যামেরার পরিবর্তে পিস্তল থাকা দরকার ছিল
                • একটি মেয়ের ফোনে ব্যাংক থেকে কল এলো, ব্যাংক কর্মী: হ্যালো ম্যাডাম আমি ব্যাংক থেকে বলছি আপনার কিএ ক্রেডিট কার্ড প্রয়োজন, মেয়ে টি বললো না আমার বয়ফ্রেন্ড আছে।
                • আমার girlfriend/boyfriend এখন ইংরেজি বইয়ের মতো হয়ে গেছে, পড়তে ভালো লাগে কিন্তু বুঝতে কিছুই পারিনা
                • একটি মেয়ের কাছে অন্য কোন মেয়ের প্রাংশা করা, চৈত্র মাসের রোদের মতো না পুড়েই ছাই
                • সবসময় বন্ধুদের কথা মন দিয়ে শুনতে হয়, কারণ তাদের কথা বাড়ির কেউ শোনেনা।
                • বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার পড়াশোনা কেমন চলছে?
                  ছেলে: পড়াশুনা চলতে চলতে অনেক দূরে চলে গেছে বাবা
                • যৌবনে এমন কেলেঙ্কারি করো যা বুড়ো বয়সে কাহিনী বলা বলা শেষ না হয়
                • মেয়দের হাসি আর যে বলে তোমাকে ভালোবাসি তাদের উপর কখনও এই দুটো বিষয়ে কখনোই ভরসা করতে নেই
                • এখনকার বেশির ভাগ Relationship ফেসবুক আর হোয়াটসঅ্যাপ BLOCK এর মাধ্যমে শেষ হয়, কি যুগ এলো!
                • আজকাল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং হ্রাস হওয়া আয় এর উপর ভিত্তি করে,
                  আধার কার্ড নয়, ক্রেডিট কার্ডের বেশি প্রয়োজন
                • 10 মিনিটের কথা বার্তায় বিবাহ ফিক্স হয়ে যায় কিন্তু 1 ঘন্টার ইন্টারভিউ দিয়েও চাকরি মেলেনা
                • ভেবেছিলাম জীবনের প্রতিটি বাঁকে তোমাকে পাবো, কিন্তুু কত দূর চলে এলাম একটা বাঁকও চোখে পড়ল না
                • আজকাল মেয়েরা ছেলের থেকে কোনো অংশেই কম নেই, কেননা মেয়েরা বাড়ির কোনো কাজই করেনা
                • মাঝে মাঝে ভবি আমার জীবনে এতো দুঃখের কারণ হল, ফেসবুক আর হোয়াটসাপে পাওয়া আল্লাহ সম্পর্কিত ছবির মেসেজ বার্তা গুলো 10 জনের কাছে শেয়ার না করার ফল         
                • কি করে সেইসব বন্ধুদের সাথ আমি ছেড়ে দেবো, যাদের বিগড়ে যাওয়ার প্রধান কারণ ছিলাম আমি
                          

                   Emotional Facebook Status Bangla 

                    • প্রত্যেক ভুলের পর অনেকেই তো ক্ষমা চায় কিন্তু এমন অনেক কম মানুষ আছে যারা নিজের ভুলকে শোধরানোর চেষ্টা করে
                    • ফিরে পেতে চাই, সেই পুরনো আমিটাকে , সেই হাসিখুশি আমিটাকে, আমার আমিটাকে
                    • অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে, সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক
                    • যে অন্যকে কষ্ট দিতে পারেনা, সে নিজেই বেশি কষ্ট পায়
                    • মানুষের মন বড়ই অদ্ভুত, কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে আবার কেউ ভালোবাসা পেয়েও অবহেলা করে
                    • সম্পর্কের মৃত্যু ঘটেনা, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে | কিন্তু হাস্যকর বেপার হচ্ছে, সেইসব হত্যাকারীকেই আমরা সারাজীবন ভালোবেসে যাই
                    • কিছু মানুষের কষ্ট প্রকাশ পায় তার মেজাজে
                    • ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা
                    • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে
                    • যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই
                    • কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না। জীবনটা এত তুচ্ছ না
                    • মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে। আমি ভালো নেই
                    • ওপাশের মানুষটা ইচ্ছে হলে ম্যাসেজ করে, এপাশের মানুষটা বেকারের মত সাথে সাথে reply করে
                    • আজকে যাকে না পেলে বাঁচব না বলে মনে হচ্ছে, বছর না ঘুরতেই মনে হতে পারে যে, তাকে না ছাড়লে বাঁচব না
                    •  যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন কোনো লাভ হবে না কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে
                    •  আসল প্রেমিকরা মেসির মতো, গোলপোষ্ট ফাকা পেয়েও গোল করে না। কিন্তু ভন্ড প্রেমিকরা নেইমারের মতো পেনাল্টির জন্য কত যে অভিনয় করে
                    •  শেষমেষ কে হেরে গেলো ? তুই না সে ? আমাদের ভালোবাসা!
                    • কথাদে ছেড়ে যাবি না , বাক্যটি একসময় ভালো থেকো তে বদলে যায়
                    • প্রতি শহরের অলিগলি রাস্তায়, কয়েকটা পাগলা ঝিমায়..তাদের পাগল হওয়ার পিছনেও,কোনো এক মায়াবতীর স্বার্থপরতার গল্প রয়েছে
                    •  এখন আর একাকিত্বে ভয় লাগে না, ভয় লাগে কারো ওপর বিশ্বাস করতে ! আবার যদি অভ্যেস হয়ে যায়।
                    •  কিছু গল্প একদম একইরকম থাকে, সাজানো গোছানো পরিপাটি, শুধুমাত্র ‘Only me ‘ তে থাকে 
                    •  প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশী কষ্ট পেতে হয় । 
                    • বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় হয়ে পড়ে  
                    • শীতের চাদর জড়িয়ে
                      কুয়াশার মাঝে দাড়িয়ে
                      হাত দুটো দাও বাড়িয়ে
                      শিশিরের শীতল স্পর্শে যদি
                      শিহরিত হয় মন
                      বুঝে নিও আমি আছি
                      তোমার সাথে সারাক্ষন
                    • একটু যদি তোমায় পেতাম জীবন ভরে নিতাম, কাব্য দেবীর ঘর সংসার পূর্ণ করে দিতাম, জীবন যে গো ছন্দে বাঁধা জীবন আনন্দময়, খাঁচার বাইরে ছাড়া কারোর মনের মধ্যে নয়

                       

                      Motivational Facebook Status Bangla

                        • নিজের কাছে নিজের সততা বজায় রাখো | প্রতিটা কাজ তোমার পক্ষে যা করা সম্ভব তা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে সেটা করো
                        • Don't Stop when you are tird, stop! when you are done.
                        • কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে কিন্তু যেই তাদের কাজ ফুরিয়ে যাবে, তাদেরকে তুমি আর তোমার ত্রি-সীমানায়ও দেখবে না
                        • তুমি যদি নিজেকে অক্ষম ভাবো, তাহলে তোমাকে কেউই কোনোদিন সাহায্য করতে পারবেনা
                        • একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারেনা- এক, যে বিপদের সময় তার হাত ধরে আর দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়
                        • শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনদিনও সেই নদী পার করতে পারবেন না, পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে
                        • যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে
                        • ততক্ষন অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মত দেখতে না লাগে
                        • যদি আপনি চান কোনো কাজ ভালো ভাবে হোক, তাহলে সেটি নিজে করুন
                        • এটা কোনো বেপারই না যে আপনি কত ভুল করছেন বা আপনি কত ধীর গতিতে প্রগতি করছেন, আপনি এখনো ওইসব মানুষগুলির থেকে এগিয়ে যারা কোনদিন চেষ্টাও করেনা কিছু করার
                        • Give Up করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির, এর মানে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেইসব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায়
                        • যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন
                        • আপনি যদি নিজের জীবনকে নিজের মত করে কাটাতে চান তাহলে কোনদিনও কারোর বেশি ভক্ত (Fan) হতে যাবেন না
                        • যতক্ষণ আপনি অন্যদের; নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতি গুলিকে দূর করতে একদমই পারবেন না
                        • নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবেনা
                        • যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদে ছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল | নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন
                        • যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মত ধৈর্য্য | কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না
                        • ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে
                        • আমরা স্বয়ং নিজেদেরই চোখকে হাত দিয়ে ঢেকে রেখেছি আর তারপর নিজেরাই কেঁদে বলছি চারিদিকে কত অন্ধকার
                        • চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে
                        • আপনি এটা কখনই বলতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত সময় নেই, কারণ আপনি দিনে ঠিক একই পরিমান (২৪ ঘন্টা) সময় পান যা পৃথিবীর মহান আর সফল লোকেরাও পায়
                        • যে ব্যক্তি সাংসারিক বস্তুর প্রতি ব্যাকুল হননা, সেই ব্যক্তি অমরত্ব লাভ করে ফেলেছেন
                        • যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনই জেতার আশা রাখবেন না
                        • বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয়না, কারণ শত্রুরা কখনই আপনাকে বিশ্বাস করবেনা আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবেনা
                        • ভীড় সাহস তো যোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয়
                        • আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না
                        • একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝা যায়, উদ্দেশ্যহীন মানুষ খুব সহজে পথ ভ্রষ্ট হওয়র সম্ভাবনা নেই
                        • একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাচায় 
                        • তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য
                        • যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে?
                        • তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ
                        • অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
                        • সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
                        • কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে।
                        • কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য
                        • স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।
                        • দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।
                        • ছোটদের সাথে ঠাট্টা-মশকরা করো না, সে তোমার মাথায় চড়বে।
                          বয়স্কদের সাথে ঠাট্টা-মশকরা করো না, সে তোমার প্রতি মন্দ ধারণা পোষণ করবে।
                        • বারবার প্রশ্ন করা অজ্ঞতার আলামত নয়,
                          বরং অজ্ঞতার আলামত হচ্ছে না জানা সত্ত্বেও প্রশ্ন না করা।
                        • জেদ-একগুঁয়েমিপনা তোমাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দিবে।
                        • যে অন্যের দোষ তোমাকে বলে, সে নিশ্চয়ই তোমার দোষও অপরকে বলে।
                        • মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না।
                        • মানুষের ভেতরের মন্দ অভ্যাস সম্পর্কে বলার আগে তার ভাল গুণটিকে স্মরণ করুন।
                        • ভূল করা দোষের কথা নয়। বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়
                        • The harder you work for something, the greater feeling you will have after achieving this.
                        • To live a creative life, we must lose our fear of being wrong


                          Famous Person Quotes FB Status Bangla

                            • যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের “না” এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি  ( আইনস্টাইন )  
                            • বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না, পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় -Humayun Ahmed
                            • অবশ্যই বিয়ে করো , যদি একজন ভালো জীবন সঙ্গী পাও, তুমি সুখী হবে । আর যদি উল্ট টা হয়, তবে তুমি হবে একজন দার্শনিক (সক্রেটিস)
                            • যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী  (জন লিলি)
                            • তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না । মানুষকে কাঁদতে হয় একা একা  (হুমায়ূন আহমেদ)
                            • যদি কোন নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে  (চেম ফোর্ড)
                            • নির্বোধের সঙ্গে তর্কে যাবেন না। তাহলে তারা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে এবং তাদেরই অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে– মার্ক টোয়েন
                            • জীবনে সবসময় দ্বিতীয় একটি সুযোগ থাকে, যার নাম হলো, আগামিকাল– নিকোলাস স্পার্কস
                            • মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়  Humayun Ahmed
                            • মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায় – Munier Choudhury
                            • দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই | মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম– Humayun Azad  
                            • প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে, ভালোবাসা কি ভীষণ প্রতারক; হৃদয় ভেঙেছে যার সেই জানে –  Joy Goswami 
                            • যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না –  Mother Teresa
                            • অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা | এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না –  Shaikh Sadi 
                            • এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে -Humayun Ahmed
                            • নীচ লোকের প্রধান হাতিয়ার হলো, অশ্লীল বাক্য – Hazarat Ali
                            • যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করোনা – Bankim Chandra Chattopadhyay 
                            • সকল প্রকার আক্রমণ হইতে নিজেকে সম্ভ্রমের সহিত রক্ষা করাই মানুষের ধর্ম | আমাদের জীবনের এটিই একমাত্র মূলসূত্র –  Chittaranjan Das
                            • বেঁচে আছি এই তো আনন্দ | এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো –  Mahadev Saha
                            • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্নিমা আর চাঁদ যেন ঝলসানো রুটি – Sukanta Bhattacharya

                             

                             Humayun Ahmed Special Quotes Facebook Status

                            • “যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না” -Humayun Ahmed
                            • “ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো, দুটা হাত লাগে । এক হাতে তালি বাজে না, অর্থাৎ একজনের ভালবাসায় হয় না” -Humayun Ahmed
                            • হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন” -Humayun Ahmed 
                            • “সবাই তোমাকে কষ্ট দেবে, কিন্ত তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে” -Humayun Ahmed
                            • “যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না” -Humayun Ahmed
                            • “অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে । কাছে এলেই আকর্ষণ কমে যায় । মানুষও একই । কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভালো মানুষ” -Humayun Ahmed
                            • “বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে” -Humayun Ahmed
                            • “সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে” -Humayun Ahmed
                            • “মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা” -Humayun Ahmed 
                            • “কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে । গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল । এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ” -Humayun Ahmed 
                            • “ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না, যা জাগে সেটা হল সহানুভূতি” -Humayun Ahmed
                            • “অতিরিক্ত সুন্দর মেয়েদের কথা সহজে বিস্বাস করতে নেই, তাদের কথার শতকরা ৯০ ভাগই থাকে ছলনা” -Humayun Ahmed 
                            • “যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি?” -Humayun Ahmed
                            • “ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লেখা থাকে” -Humayun Ahmed 
                            • “চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে |  চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক একবার চলে গেলে আবার ফিরে আসে” -Humayun Ahmed
                            • “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই” -Humayun Ahmed 
                            • “মানব জীবন হলো অপেক্ষার জীবন” -Humayun Ahmed
                            • “দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়,আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা” -Humayun Ahmed 
                            • “পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান, বিজ্ঞানের ভাষায় যাকে বলে আনন্দের সংরক্ষণশীলতা । একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে” -Humayun Ahmed 
                            • “মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ” -Humayun Ahmed